কাজ শেষে বাড়ি ফেরা হলো না জুলহাসের

Looks like you've blocked notifications!

সারা রাত কাজ করে আজ সোমবার সকালে বাড়ি ফিরছিলেন পাথর শ্রমিক মো. জুলহাস (৪৫)। শেষ পর্যন্ত বাড়ি ফেরা হয়নি তাঁর। রাস্তা পারাপারের সময় দ্রুতগতির কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ দিতে হয় তাঁকে।

আজ সকাল সাড়ে ৭টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলহাস গজারিয়া উপজেলার হোসেনদী এলাকার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যানের চালকের সহকারী মো. রাসেলকে (২৫) আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। আটক রাসেল ফরিদপুরের রনকাই গ্রামের বাসিন্দা।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. কবীর হোসেন জানান, জুলহাস একজন পাথর শ্রমিক ছিলেন। সারা রাত কাজ শেষ করে আজ সকালে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। এ সময় জামালদি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন জুলহাস।

পরে জুলহাসের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান কবীর হোসেন।