‘নিউ নাইন স্টার’ গ্যাং গ্রুপের ১১ জন অস্ত্রসহ আটক

Looks like you've blocked notifications!
রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া এলাকা থেকে ‘নিউ নাইন স্টার’ গ্যাং গ্রুপের ১১ জন সক্রিয় সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‍্যাব ১-এর সদস্যরা। ছবি : এনটিভি

রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া এলাকা থেকে ‘নিউ নাইন স্টার’ গ্যাং গ্রুপের ১১ জন সক্রিয় সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‍্যাব ১-এর সদস্যরা। আজ সোমবার র‍্যাব ১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সারওয়ার-বিন-কাশেম বলেন, বাউনিয়া এলাকায় আধিপত্য বিস্তারকারী নিউ নাইন স্টার গ্যাং গ্রুপের ১১ জন সক্রিয় সদস্যকে আজ দুপুর দেড়টার দিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি শটগান, চারটি কার্তুজ, একটি চাইনিজ কুড়াল ও তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

আটক ১১ জন হলেন মো. হাবিবুর রহমান দাড়িয়া, ফয়সাল আহম্মেদ, রাকিবুল হাসান, মো. রমজান আলী, মো. বাবু মিয়া, মো. নজরুল ইসলাম, মো. শাহীন হাওলাদার, তুহিন ইসলাম, মো. মাহমুদ হীরা, মো. রনি ইসলাম ও মো. সাগর হোসেন।

র‍্যাবের অধিনায়ক বলেন, র‍্যাব ১-এর নিজস্ব গোয়েন্দা অনুসন্ধানের ভিত্তিতে আমরা জানতে পারি যে বাউনিয়া এলাকায় ওই গ্যাং গ্রুপের সদস্যরা অপরাধ করতে অবস্থান করছে। তখন আমরা অভিযান চালিয়ে তাদের আটক করি। অনুসন্ধানে আমরা জানতে পারি যে তুরাগ এলাকায় ওই গ্রুপটি আধিপত্য বিস্তার করছে।

সারওয়ার-বিন-কাশেম আরো বলেন, ‘এই গ্রুপটি এর আগে ২০১৭ সালের দিকে উত্তরা এলাকায়  ‘নাইন স্টার’ নামে সক্রিয় ছিল। কিন্তু আদনান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় এই গ্রুপের কিছু বিপথগামী সদস্যকে আইনের আওতায় আনা হয়। পরে এক সময় গ্যাং গ্রুপটি বিলুপ্ত হয়ে যায়। ইদানীং গ্রুপের সদস্যরা পুনরায় একত্রিত হতে চেষ্টা করছে। তারা নিউ নাইন স্টার গ্রুপ নামে আত্মপ্রকাশ করে। আত্মপ্রকাশ করার পর থেকে তারা অধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন অপরাধমূলক কাজ করছে বলে আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় এই গ্রুপের সদস্যরা ওই স্থানে অবস্থান করছিল। তাই তাদের আমরা আটক করেছি।’

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে অধিনায়ক আরো বলেন, ‘জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, নিউ নাইন স্টার গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য ফয়সাল আহমেদ, মো. বাবু মিয়া ও সাগর হোসেন আগে উত্তরার নাইন স্টার গ্যাং গ্রুপের সদস্য ছিল। আটককৃত বাকিরা এদের মাধ্যমে নতুনভাবে দলে এসেছে। নতুন করে গ্রুপে আসা সদস্যরা স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যায়নরত বলে তারা জানিয়েছে এবং তারা যে ওই এলাকায় সংগঠিত হয়ে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছিল, সেটাও স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’