ট্রেনের ধাক্কায় বর-কনেসহ মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আজ সোমবার সন্ধ্যায় ট্রেনের ধাক্কায় বর-কনেসহ বরযাত্রীবাহী মাইক্রোবাসের নয় যাত্রী নিহত হয়েছে। ছবি : ইউএনবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকায় আজ সোমবার সন্ধ্যায় ট্রেনের ধাক্কায় বর-কনেসহ বরযাত্রীবাহী মাইক্রোবাসের নয় যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নাজির হোসেন এ তথ্য জানিয়েছেন।

নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আজ সোমবার উল্লাপাড়ার চরঘাতিনায় কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে বরের বাড়ি সদর উপজেলার কালিয়াকান্দাপাড়ার হরিপুরের দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। অরক্ষিত সলপ রেল স্টেশনের কাছে পঞ্চক্রোশী এলাকায়  রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নাজির হোসেন জানান, সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উল্লাপাড়ায় সলপ রেলস্টেশনের রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন এ সময় মাইক্রোবাসকে টেনে-হেঁচড়ে আধা কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা নয়জন নিহত হন। লাশ উদ্ধারে ঘটনাস্থলে গেছেন পুলিশ সদস্যরা।

এদিকে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানান, সন্ধ্যা ৭টার দিকে বরযাত্রীবাহী মাইক্রোবাস অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর পদ্মা এক্সপ্রেসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাত বরযাত্রী নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরো দুজন।

ওসি জানান, আহতদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।