টাকা চেয়ে অধ্যাপক আনু মুহাম্মদকে হুমকি

Looks like you've blocked notifications!

অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদকে কলকাতার সুব্রত বাইন পরিচয়ে একজন মুঠোফোনে টাকা দাবি করে হুমকি দিয়েছেন।

আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানান।

পরে আনু মুহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হয় এনটিভি অনলাইনের পক্ষ থেকে। তিনি বলেন, ‘ইন্ডিয়ান একটি নম্বর থেকে আমাকে কল করা হয়। পরিচয় দিলেন কলকাতার সুব্রত বাইন। কলকাতায় অবস্থিত তাঁর ছোট ভাইদের চিকিৎসার জন্য আমার কাছে টাকা দাবি করেছেন।’

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন ‘ফোনে আমাকে বলা হয়, ‘টাকা না দিতে চাইলে আপনার পরিবারের সদস্যদের গুম করা হবে। কীভাবে টাকা আদায় করা হয়, তা দেখতে বললেন।’

আনু মুহাম্মদ বলেন, ‘ঢাকায় সুব্রত বাইনের লোকজন আছে। তারা আমার কাছে এসে টাকা নিয়ে যাবে বলে জানান। এই ধরনের হুমকি-ধমকির ঘটনা আমার কাছে নতুন না। এর আগেও কয়েকবার হুমকি দেওয়া হয়েছে আমাকে। সব কবারই থানায় গিয়ে জিডি করেছি। কিন্তু জিডি করে কিছুই হয়নি। তবুও এই ঘটনাকে কেন্দ্র করে আজ রাতে খিলগাঁও থানায় জিডি করতে যাব।’

আনু মুহাম্মদের দেওয়া ফেসবুক স্ট্যাটাসটি এনটিভি অনলাইনের পাঠকদের জন্য হুবহু তুলে দেওয়া হলো, ‘ফোন নম্বর : +৯১৮০১৭৮২২৭২৫ থেকে আজ সকাল ১০টায় একটা ফোন এলো। নিজের পরিচয় দিলেন সুব্রত বাইন, কলকাতায় থাকেন, তিনি নাকি শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয়েছিলেন। কলকাতায় তার ‘ছোট ভাইদের’ ‘চিকিৎসা’র জন্য টাকা দাবি করলেন। না দিলে পরিবারের সদস্য গুমসহ কীভাবে টাকা আদায় করবেন তা দেখতে বললেন।

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বিষয়টি জানিয়ে রাখলাম।’