পাহাড়ের ফল নিয়ে সরকার কাজ করছে : সচিব
কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ বলেছেন, পার্বত্য চট্টগ্রামে উৎপাদিত ফলের বিপুল সম্ভাবনা রয়েছে। সরকার এ সম্ভাবনাকে কাজে লাগাতে নানা পদক্ষেপ নিয়েছে। কৃষকদের নানাভাবে উদ্ধুদ্ধ করে তা বাস্তবায়নে প্রত্যন্ত জনপদে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ বিভাগ।
আজ রোববার খাগড়াছড়ির গুইমারায় ‘গ্রিন টাচ অ্যাগ্রো ফার্ম’ পরিদর্শন এবং সার ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মাঠ দিবস ও কৃষক সমাবেশে এসব কথা বলেন সচিব।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক যুগল পদ দের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন, কৃষি সম্প্রসারণ বিভাগের পার্বত্য অঞ্চলের অতিরিক্ত পরিচালক এ কে এম হারুনুর রশিদ প্রমুখ।
স্থানীয় কৃষকরা, এ সময় ফল বাজারজাতকরণের নানা সমস্যার কথা তুলে ধরে ফল উৎপাদন, ফলজাত পণ্য উৎপাদন ও ব্যবস্থাপনায় কারখানা স্থাপনে সরকারি সহযোগিতার দাবি জানান।
এ ছাড়া সমাবেশে বাগানের মালিক, প্রান্তিক কৃষক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।