জাতীয় পরিচয়পত্র যাচাইয়ে আসছে ‘পরিচয়’

Looks like you've blocked notifications!

জাতীয় পরিচয়পত্র যাচাইয়ে ‘পরিচয় ডট গভ ডট বিডি’ নামে একটি  পোর্টাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার বিকেলে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে তিনি নতুন এই সেবার উদ্বোধন করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব আশরাফুল আলম খোকন।

নতুন এই পোর্টালটি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ে গেটওয়ে সার্ভার হিসেবে কাজ করবে, যা নির্বাচন কমিশনের জাতীয় ডেটাবেজের সঙ্গে সংযুক্ত থাকছে।

‘অ্যাপ্লিকেশনের’ মাধ্যমে সরকারি বা বেসরকারি সংস্থাগুলো তাদের গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে নিমিষেই সেবা দিতে পারবে। আগের মতো তিন থেকে পাঁচ কর্মদিবস অপেক্ষা করতে হবে না।

আশরাফুল আলম খোকন বলেন, ‘যেকোনো প্রতিষ্ঠান সফটওয়্যারের মাধ্যমে পরিচয় গেটওয়ে সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করলে জাতীয় আইডি শনাক্তের ফলাফল সাথে সাথেই অটোমেটিকভাবে পেয়ে যাবে।’

ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ডিজিটাল ওয়ালেট অ্যাকাউন্ট খোলা বা যে কাজগুলোতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে কাজগুলো করতে অনেক সহজ ও সময় সাশ্রয় হবে।

পরিচয়’ পোর্টালটি porichoy.gov.bd  লিংকে গিয়ে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন আশরাফুল আলম খোকন।