প্রকাশক ফয়সল হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
জাগৃতি প্রকাশনার স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বরের প্রকাশকসহ তিন লেখক ও ব্লগারের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধের সপক্ষের সব রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী ও ছাত্র-যুব সংগঠনের ব্যানারে আজ রোববার সকালে শহরের শহীদ আলাউদ্দীন চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, দেশের মুক্তবুদ্ধির চিন্তাধারার মানুষকে পরিকল্পিতভাবে হত্যার নীলনকশা করা হয়েছে। এতে মুক্তবুদ্ধি চর্চার পথ রুদ্ধ করা যাবে না।
বক্তারা আরো বলেন, একের পর এক এই নৃশংস হত্যাকাণ্ড ঘটলেও সরকার নির্বিকার। অবিলম্বে ঘাতকদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তাঁরা।
কর্মসূচিতে বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, জাসদ নেতা আশেক-ই-এলাহী, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা ফিরোজ কামাল শুভ্র, সাঈদুর রহমান, অধ্যক্ষ সুভাষ সরকার, মঈনুল হোসেন, ইদ্রিস আলী, অধ্যক্ষ হাফিজুর রহমান মাসুম প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।