প্রকাশক হত্যার ঘটনায় জাতিসংঘের নিন্দা
প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের ওপর চলমান হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
শনিবার রাতে জাতিসংঘের বাংলাদেশ অফিস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং আহমেদুর রশীদ টুটুল, তারিক রহিম ও রণদীপম বসুর ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব ঘটনা ব্যক্তি ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর বাধা।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস বলেন, হামলা বন্ধে রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রের সব পর্যায়ের নেতৃত্ব থেকে এর প্রতিবাদ জানাতে হবে। তিনি আরো বলেন, হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে এবং হামলার শিকার হতে পারে এমন নাগরিকদের দ্রুত নিরাপত্তা দিতে হবে।
গতকাল শনিবার জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপন খুন হন। এর ঘণ্টাখানেক আগে লালমাটিয়ায় কুপিয়ে জখম করা হয় শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদুর রশীদ টুটুলকে। তাঁদের উভয়ের প্রকাশনী থেকেই প্রকাশ হয়েছিল নিহত ব্লগার অভিজিতের লেখা বই। টুটুলের ওপর হামলার সময় তাঁর সঙ্গে থাকা লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিম গুরুতর আহত হন।