আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার সুযোগ নেই : হানিফ

Looks like you've blocked notifications!
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্র পুনরুদ্ধার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফসহ অন্যরা। ছবি : ফোকাস বাংলা

আন্দোলনের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার কোনো সুযোগ নেই। একমাত্র আইনি লড়াইয়ের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্র পুনরুদ্ধার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশ করে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ নেই। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আইনি প্রক্রিয়ায় এগিয়ে যান। এ ছাড়া আরেকটি পথ খোলা আছে, যেটা হলো মহামান্য রাষ্ট্রপতির কছে অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়া। বিএনপি যে আন্দোলনের হুমকি দিচ্ছে, তা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে ভয় দেখাতে আসবেন না। বাংলাদেশ আওয়ামী লীগের জন্মই হয়েছে পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করে। তাই আন্দোলনের ভয় দেখানোটা হাস্যকর।’

এ সময় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি কাজ করলেন অর্থনীতিতে, শান্তির জন্য উনি কী করলেন যে অর্থনীতির লোক হওয়ার পরও তাঁকে শান্তিতে নোবেল দেওয়া হলো। যদি তাঁকে নোবেল পেতেই হয়, সেটা হবে অর্থনীতিতে। আবার তিনি দেশে এসে দল করার ঘোষণা দিলেন। তিনি মনে করেছেন, লোকজন তাঁর পেছনে হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো ছুটবে। কিন্তু কেউ তাঁর পেছনে গেলেন না। এ নোবেল দেওয়ার পেছনে বিদেশিদের একটাই উদ্দেশ্য ছিল, দেশে বিকল্প সরকার তৈরি করে তাদের স্বার্থ হাসিল করা।’

স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।