‘সমন্বিতভাবে দেশের উন্নয়নে কাজ করতে চাই’

Looks like you've blocked notifications!

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘আমরা সমন্বিতভাবে দেশের উন্নয়নে ও জনকল্যাণে কাজ করতে চাই। এসব বিষয়ে পারস্পরিক কথা হয়েছে।’    

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সেনাপ্রধান। আজ প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের কর্ম-অধিবেশনে যোগ দেন তিন বাহিনীর প্রধানগণ।

জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশনে ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে বের হওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, ‘বন্যাসহ যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় যৌথভাবে আমরা কাজ করব। জেলা প্রশাসকগণ যেভাবে চাইবেন, আমরা সেবা দিতে প্রস্তুত থাকব।’

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে নৌবাহিনীর প্রধান এবং বিমানবাহিনীর প্রধানের পক্ষে তাঁর প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিদেশ সফরে থাকায় তিনি অংশ নিতে পারেননি বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে।