‘যেভাবে ধর্ষকের সংখ্যা বেড়েছে, তা জাতির জন্য লজ্জার’

Looks like you've blocked notifications!
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে কথা বলেন অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ছবি : এনটিভি

দ্রুত সময়ের মধ্যে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের বিচার দাবি করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেছেন, যেভাবে ধর্ষকের সংখ্যা বেড়েছে, তা জাতির জন্য লজ্জার।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী।

তিনি বলেন, ‘নির্যাতন ও ধর্ষণকারীরা জাতির শত্রু।’ তাই তাদের দেশবাসীর সামনে জাতীয় শত্রু হিসেবে পরিচয় করিয়ে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান বিকল্পধারার প্রেসিডেন্ট।

বি. চৌধুরী বলেন, ‘যাবজ্জীবন কেটে সেখানে আমৃত্যু কারাদণ্ডের ব্যবহার করতে হবে। যাতে যারা শিশুকে ধর্ষণ করে, তারা যেন আর পৃথিবীর মুখ দেখতে না পারে, মৃত্যু পর্যন্ত।’

তিনি আরো বলেন, ‘আজ যেভাবে ধর্ষকের সংখ্যা বেড়েছে, তা জাতির জন্য লজ্জার। ধর্ষণের জন্য শক্ত শক্ত আইন আছে, কিন্তু সে আইনের প্রয়োগ আমরা দেখতে পাই না।’