টাঙ্গাইলে বন্যার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

Looks like you've blocked notifications!

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চরদূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হল চরদূর্গাপুর গ্রামের আবু সাঈদের মেয়ে তানজিলা (৮) ও লিমা (৫)। তানজিলা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি ও লিমা প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

এলাকাবাসী জানায়, উপজেলার চরদূর্গাপুর গ্রাম বন্যার পানিতে প্রায় ডুবে গেছে। দুপুরে দুই বোন খেলার সময় বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের অনেক খোজাঁখুজি করেও পাননি। কিছু সময় পর স্থানীয়রা দুজনকে পানিতে ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করেন।

দূর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, গ্রামের সব জায়গায় পানি প্রবেশ করেছে। বন্যার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।‘’

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।