এনটিভিতে আসছে দেশের প্রথম বাইক স্টান্টভিত্তিক শো

Looks like you've blocked notifications!
এনটিভির বাইক স্টান্টভিত্তিক শো ‘পালসার স্ট্যান্টম্যানিয়ার’ অডিশন রাউন্ড শেষ হয়েছে। ৮ হাজারের ভেতর থেকে বেছে নেওয়া হয়েছে ১০০ জনকে। ছবি : এনটিভি

শিগগিরই এনটিভির পর্দায় দেখা যাবে দেশের প্রথম বাইক স্টান্টভিত্তিক রিয়েলিটি শো পালসার স্টান্টম্যানিয়া। আজ শনিবার অডিশন রাউন্ডের মাধ্যমে শুরু হলো এর চিত্রধারণ।

প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান বাজাজ বলছে, এই অনুষ্ঠানের মাধ্যমে স্টান্টকে একটি খেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তারা।

বাইক স্টান্ট বিশ্বব্যাপী স্বীকৃত একটি খেলা। বাইক নিয়ে কসরত শুধু আনন্দদায়কই নয়; জাগায় বিস্ময়ও। বিশ্বের অনেক দেশেই বাইক স্টান্টদের আছে ঈর্ষণীয় ক্যারিয়ারও। বাংলাদেশেও অনেক তরুণ শখের বশে বাইক স্টান্ট করছেন। যাদের অনেকেরই স্টান্ট আন্তর্জাতিক মানের। তাদের কথা মাথায় রেখেই পালসার স্টান্টম্যানিয়া। যার অডিশন হয়ে গেল শনিবার।

বাজাজের দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলের বিপণন প্রধান শচীন দেশপাণ্ডে বলেন, বাংলাদেশের তরুণরা অত্যন্ত উদ্যমী। তারা তাদের জীবনের প্রতিটি স্তরে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে চায়। পালসার স্টান্টম্যানিয়ার মাধ্যমে তারা একজন সুপারস্টার হিসেবে আবির্ভূত হতে পারেন। আমরা সবচেয়ে চৌকসদেরকে বাছাই করব, এদের সবাইকে আমরা প্রশিক্ষণ দেব। শোটাকে আমরা এসবের মাধ্যমে ব্যাপক মজার একটা আয়োজন হিসেবে উপস্থাপন করব।

প্রতিভা প্রদর্শন ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির আশায় শনিবার স্টান্টম্যানদের ভিড় ছিল ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে।

উত্তরা মোটর্সের হেড অব বিজনেস প্লানিং নাইমুর রহমান বলেন, আমরা স্টান্টিংকে একটা নিরাপদ খেলা হিসেবে বাংলাদেশে প্রচলিত করতে চাই। নিরাপদে করলে স্টান্টিংও একটা ভালো খেলা হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। এই লক্ষেই আমাদের আজকের এই প্রোগ্রামটি।

স্টান্ট করতে আসা এক প্রতিযোগী বলেন, স্টান্টম্যানিয়া আসাতে আমাদের একটু ভালো হয়েছে। একটা প্ল্যাটফর্ম পেলাম। নেক্সট টাইমে পরবর্তী জেনারেশনের ওরাই পাক।

পালসার স্টান্টম্যানিয়া অনুষ্ঠানটির পরিচালক ওয়াহিদুল ইসলাম শুভ্র জানালেন, শ্বাসরুদ্ধকর, এবং মনোমুগ্ধকর স্টান্টগুলোর মজাই এনটিভির পর্দায় দেখতে পাবেন দর্শকরা। গোটা বাংলাদেশ থেকে আট হাজার আবেদন পড়েছে। সেখান থেকে মাত্র ১০০ জনকে আমরা বেছে নিয়েছি। এরপর ৩০ জনকে বেছে নেওয়া হবে, দ্বিতীয় রাউন্ডে ২০ জন, এভাবে আমরা চ্যাম্পিয়নকে বেছে নেব।

পালসার স্টান্টম্যানিয়া ২৭ আগস্ট থেকে দেখা যাবে এনটিভির পর্দায়।