ভোরে ভাটারায় নাইটকোচের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত

Looks like you've blocked notifications!

রাজধানীর ভাটারা এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরো এক আরোহী।

আজ বুধবার ভোর সোয়া ৬টার দিকে ভাটারার কোকা-কোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেলাল (৩০) ও শ্যামল (৩৫)। এ ছাড়া আহত দুই ব্যক্তির একজন হলেন সিএনজিচালক আবু সাঈদ (৩৫)। অন্য যাত্রীর নাম জানা যায়নি।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, আজ ভোরের দিকে কোকা-কোলা মোড়ে যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশাটি ইউটার্ন নিচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি নাইটকোচ সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।

পথচারীরা অটোরিকশার যাত্রী ও চালককে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলাল ও শ্যামল মারা যান।

আহত আবু সাঈদ ঢামেকে এবং আরেক যাত্রী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, ময়নাতদন্তের জন্য বেলাল ও শ্যামলের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।