‘নগদে’ অ্যাকাউন্ট খুললে টাকা লাগবে না

Looks like you've blocked notifications!
গতকাল মঙ্গলবার রাজধানীর জিপিওর ডাক অধিদপ্তরের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে ‘নগদ’-এর বিনামূল্যে হিসাব খোলার অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি : সংগৃহীত

ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের মাধ্যম ‘নগদ’-এ হিসাব খুললে গ্রাহককে কোনো টাকা দিতে হবে না। জাতীয় জনপ্রশাসন দিবস উপলক্ষে অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর জিপিওর ডাক অধিদপ্তরের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘নগদ দেশব্যাপী তাদের কাজ পরিচালনা করছে। এত অল্প সময়ে মানুষের যে পরিমাণ সহায়তা পাচ্ছে ও মানুষের যে পরিমাণ আগ্রহ তৈরি হয়েছে নগদের প্রতি, এটি প্রায় দুর্লভ। আমরা টেলিকম বিভাগের পক্ষ থেকে নগদকে ডাক বিভাগের সেবা হিসেবে সরকারের সব সেবার কেন্দ্রবিন্দুতে নিতে পারি এবং সাধারণ মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হিসেবে নিতে পারি।’

মোস্তাফা জব্বার আরো বলেন, ‘দেশব্যাপী ডাক বিভাগের মতো এত বড় নেটওয়ার্ক আর কোনো প্রতিষ্ঠানের নেই। তৃণমূল পর্যায়ে পণ্য কিংবা অর্থ পৌঁছে দেওয়ার সক্ষমতা অন্য কারো নেই। আমরা ডাক বিভাগের নেটওয়ার্ককে আরো ডিজিটাল করছি। নগদ দিয়ে এই যাত্রা শুরু করেছি।’

জনপ্রশাসন দিবস উপলক্ষে এদিন ডাক বিভাগের কর্মকর্তারা জিপিওর ভেতরে গ্রাহকদের বিনামূল্যে হিসাব খুলে দেন। এ সময় অনেকে উৎসাহ নিয়ে নগদ-এর হিসাব খোলেন।

এ ছাড়া সারা দেশে নগদ উদ্যোক্তা পয়েন্টে গিয়ে যে কেউ বিনামূল্যে হিসাব খুলতে পারবেন। নিজে নিজে অ্যাকাউন্ট খোলার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খুব সহজে একজন গ্রাহক নগদ উদ্যোক্তার কাছ থেকে বিনামূল্যে হিসাব খুলতে পারবেন।