ধর্মঘটেও মুন্সীগঞ্জে লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল

Looks like you've blocked notifications!

নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি চলাকালেও মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে বুধবার দিনব্যাপী লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। এদিকে বিকেলে জনদুর্ভোগের কথা বিবেচনা করে ১৬ ঘণ্টা পর যাত্রীবাহী নৌযান ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

এদিন ঢাকার সদরঘাট, চাঁদপুর, ভোলা, বরিশালসহ দূরদূরান্তের কোনো লঞ্চ মুন্সীগঞ্জের নৌপথে দেখা যায়নি। এতে দক্ষিণাঞ্চলের সঙ্গে চলাচলরত দূরপাল্লার লঞ্চ চলাচল না করায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রী সাধারণের।

সকাল থেকেই মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে এবং দক্ষিণাঞ্চলের প্রবেশপথ শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ির উদ্দেশে যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করে।

বালুবাহী বাল্কহেড, কার্গোসহ অন্যান্য নৌযানও সচল রয়েছে।

বেতন-ভাতা বৃদ্ধি, অভ্যন্তরীণ রুটে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ধর্মঘট ডাকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় ধর্মঘট প্রত্যাহার করা হলে সারা দেশের নৌযান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার মধ্যরাত থেকে সব ধরনের নৌযান ধর্মঘট শুরু হয়েছিল। এতে দেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের ৪৩টি নৌপথে নৌযান চলাচল বন্ধ ছিল।