পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোয় কুমিল্লায় যুবক আটক
পদ্মা সেতু নির্মাণের জন্য নিরীহ মানুষের মাথা লাগবে এমন গুজব ছড়ানোসহ প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ারের অভিযোগে কুমিল্লার বুড়িচং থেকে একজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, পদ্মা সেতু নির্মাণের জন্য মানুষের মাথা লাগবে-এমন গুজব ছড়ানোসহ অশালীন শিরোনাম সংবলিত প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করায় আজ বুধবার সকাল ৬টায় কুমিল্লার বুড়িচংয়ের নাজিরা বাজার থেকে শামীম নামের এক যুবককে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। তার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কলকোলার এলাকায়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এসব গুজবের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি গ্রহণের কথা জানান।