ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ায় সাত দফা দাবিতে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ায় সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে করে ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে চলাচল করা রাজধানী ঢাকা, বৃহত্তর কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহের অন্তত ৬০টি রুটের বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। সারা দেশের সঙ্গে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। 

এদিকে সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে মহাসড়কের বিভিন্ন স্থানে পথসভা ও পিকেটিং করছেন পরিবহন সংগঠনের নেতাকর্মীরা।

জেলার মহাসড়কগুলোতে নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশা, ফোর স্ট্রোক থ্রি-হুইলার, ইজিবাইক, ট্রাক্টর চলাচল বন্ধ ও সড়কের পাশে থাকা অবৈধ অটোরিকশাস্ট্যান্ড উচ্ছেদসহ আরো বেশ কিছু দাবি জানানো হয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ থেকে। এসব দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন নেতারা।