প্রকাশক হত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের হরতাল চলছে
লেখক-প্রকাশক ও ব্লগারদের হত্যা ও তাদের ওপর হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ডাকা আধা বেলা হরতাল ভোর ৬টায় শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মী-সমর্থকরা। এতে নেতৃত্ব দিচ্ছেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
হরতালে রাজধানীর অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সব সড়কে যানবাহনের মোটামুটি উপস্থিতি দেখা গেছে। কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, সড়কগুলোয় ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাস ও রিকশা চলাচল করছে।
এদিকে, হরতালের কারণে জেএসসি ও জেডিসি পরীক্ষার সময় পিছিয়ে দুপুর ২টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।
গত শনিবার প্রকাশনা সংস্থা জাগৃতির কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের কার্যালয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা হয়। একই দিন লালমাটিয়ায় নিজ কার্যালয়ে কুপিয়ে ও গুলি করে প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশীদ টুটুল, লেখক-ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে আহত করে দুর্বৃত্তরা। দুটি প্রকাশনী থেকেই প্রয়াত ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছিল।