জুলহাজ-তনয় হত্যা

মেজর জিয়াসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

Looks like you've blocked notifications!
জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়। ছবি : সংগৃহীত

রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয় হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম প্রধান পলাতক সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়াসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট।

আজ রোববার ঢাকার মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফের আদালতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের পরিদর্শক মো. মনিরুল ইসলাম এ তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ শরীফ সাফায়েত এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জিআরও জানান, অভিযোগপত্রের আসামিরা হলেন সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া, আকরাম হোসেন, সাব্বিরুল হক চৌধুরী, জুনাইদ আহমদ ওরফে মওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে জুনায়েদ, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ। এর মধ্যে প্রথম চারজন পলাতক রয়েছেন। বাকি আসামিরা কারাগারে আটক রয়েছেন।

নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেকসার্কাস রোডের একটি বাড়িতে ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই ঘটনায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় হত্যা মামলা করেন। জুলহাজ বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মোজিনার প্রটোকল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

জুলহাজের সঙ্গে নিহত তনয় নাট্য সংগঠন লোক নাট্যদলের শিশুসংগঠন পিপলস থিয়েটারে জড়িত ছিলেন।