সবার দোয়া চেয়েছেন মেয়র সাঈদ খোকন

Looks like you've blocked notifications!
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক আজ বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের নিয়ে সভা করেন। ছবি : ফোকাস বাংলা

আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গু পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে বলে নগরবাসীকে আশ্বস্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মো. সাঈদ খোকন। এরই মধ্যে তাঁর এলাকার ১১টি ওয়ার্ড সম্পূর্ণ ডেঙ্গুমুক্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত আন্তমন্ত্রণালয় বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সাঈদ খোকন।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর দোয়া চেয়ে মেয়র বলেন, ‘পরিস্থিতি কিছুটা জটিলই। তবে আমরা বসে নেই। সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।’

সাঈদ খোকন বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই, হাজারও দুঃসংবাদের মধ্যেও একটি সুসংবাদও আছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পুরোনো ৫৭টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ড পুরোপুরি ডেঙ্গুমুক্ত হয়েছে।’

১১টি ওয়ার্ডের নাম জানতে চাইলে মেয়র ১০টি ওয়ার্ডের নাম জানান। এ ১০টি ওয়ার্ড হচ্ছে ১৪, ১৮, ২২, ২৩, ২৬, ৩৫, ৪২, ৫৩, ৫৫ ও ৫৬।

কিসের ভিত্তিতে এ ওয়ার্ডগুলোকে ডেঙ্গুমুক্ত ঘোষণা করা হলো জানতে চাইলে সাঈদ খোকন বলেন, ‘বিভিন্ন সংস্থার মতামতের ভিত্তিতে আমরা নিশ্চিত হয়েছি। এসব ওয়ার্ড এখন সম্পূর্ণ ডেঙ্গুমুক্ত।’

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আন্তমন্ত্রণালয় বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারাসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং সরকারি হাসপাতালগুলোর পরিচালকরা উপস্থিত ছিলেন।