ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজন নেত্রকোনার হাসপাতালে ভর্তি

Looks like you've blocked notifications!
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু আক্তান্ত রোগীর চিকিৎসা চলছে। ছবি : এনটিভি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজন রোগী নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁরা সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন বলে জানা গেছে।

এঁদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এর আগে জেলার  নয়জনের ডেঙ্গু ধরা পড়ে।

সদর হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত সবাই ঢাকা থেকে জ্বর নিয়ে ফিরেছেন। তাদের একজন পোশাককর্মী ফাতেমা জানান, ঢাকায় জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে গেলে রক্ত পরীক্ষার পর ডেঙ্গু হয়েছে বলে জানান চিকিৎসকরা। তারা হাসপাতালে ভর্তি হতে বলেন। কিন্তু ঢাকায় কোনো আত্মীয়-স্বজন না থাকায় নিজ এলাকা নেত্রকোনায় এসে হাসপাতালে ভর্তি হন।

একই কারণে অপর দুই রোগী হাসান ও লিমা ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আল মামুন জানান, রোগীদের সচেতনতামূলক পরামর্শ, ওষুধ ও স্যালাইনসহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। রোগীদের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানান এ চিকিৎসক।

এর আগে নেত্রকোনার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা নয়জনকে ডেঙ্গু রোগে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।