পদ্মা সেতুর কর্মযজ্ঞ দেখে সরকারের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত

Looks like you've blocked notifications!
শুক্রবার মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু নির্মাণের কর্মযজ্ঞ দেখেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। ছবি : এনটিভি

পদ্মা সেতু নির্মাণের কর্মযজ্ঞ দেখে সরকারের সাহসিকতার প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। আজ শুক্রবার সকালে স্ত্রী অ্যাডেলম্যানসহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট থেকে স্পিডবোটে করে ঢাকায় ফেরার পথে পদ্মা সেতু নির্মাণের কর্মযজ্ঞ পরিদর্শন করেন।

পরে মার্কিন রাষ্ট্রদূত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড পরিদর্শন করেন। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এই প্রকৌশলী জানান, মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড পরিদর্শন শেষে শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদেরসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।