বাংলাদেশ সব সময় ভারতের বন্ধুরাষ্ট্র : রিভা গাঙ্গুলী

Looks like you've blocked notifications!
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ ও নরওয়ের রাষ্ট্রদূত মিশিল ব্লেকেনসহ অন্যরা আজ শনিবার দুপুরে ঢাকার সাভারের কর্ণপাড়া এলাকায় বংশী নদীতে ঘুরে বেড়ান। ছবি : এনটিভি

বাংলাদেশ ভারতের বন্ধুরাষ্ট্র বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ। আজ শনিবার দুপুরে ঢাকার সাভারের কর্ণপাড়া এলাকায় বংশী নদী পরিদর্শন শেষে হাইকমিশনার একথা বলেন।

রিভা গাঙ্গুলীবলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের নদীগুলো অনেক সুন্দর। এ ছাড়া বাংলাদেশে অনেক পর্যটন এলাকা রয়েছে।’

এ সময় ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মিশিল ব্লেকেন বলেন, ‘নরওয়ে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। নরওয়ে সরকার সব সময় বাংলাদেশের পাশে থাকবে।’

এর পর ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ ও নরওয়ের রাষ্ট্রদূত মিশিল ব্লেকেন বংশী নদীতে বি-ফোর পানশীতে চড়ে নদীর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করেন।

এ সময় ভারতীয় হাইকমিশনার ও নরওয়ে রাষ্ট্রদূতের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশনার ও নরওয়ে রাষ্ট্রদূতের জন্য ওই এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।