গরু দেখতে এসে লাশ হলো দুই শিশু

Looks like you've blocked notifications!
ডুবে যাওয়া শিশুদের লাশ উদ্ধার করছে ডুবুরি দল। ছবি : সাইফুল সুমন

রাজধানীর পোস্তগোলার শ্মশানঘাটে গরু দেখতে এসে লাশ হলো দুই শিশু। গরু দেখার পর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশু দুটি। পরে দুই শিশুর লাশ খুঁজে পেয়েছে ডুবুরি দল। খুঁজে পাওয়া শিশুদের একজনের নাম শান্ত (১২), অপরজন রিয়াদ (১১)।

শ্মশানঘাট এলাকায় দুপুর সোয়া ১টায় শান্ত ও ১টা ৪০ মিনিটে রিয়াদের লাশ পানি থেকে উদ্ধার করে ডুবুরি দল।

এ বিষয়ে ডুবুরি আবদুল কাইয়ুম এনটিভি অনলাইনকে বলেন, ‘অনেক খোঁজাখুঁজির পর দুটি লাশ পেয়েছি। তিনটি বাচ্চা শ্মশানঘাটে গরু দেখতে এসে নদীতে গোসল করতে নামে। তারা সাঁতার না জানায় পানিতে ডুবে যায়।’

দুপুর ১২টার দিকে পানিতে নিখোঁজ তিন বন্ধুর মধ্যে বেঁচে থাকা শিশু রাসেল এনটিভি অনলাইনকে বলে, ‘আমাদের বাসা জুরাইনে। গরুর ট্রাক দেখতে এখানে এসেছি। আমরা তিনজন পানিতে গোসল করতে নেমেছি। শান্ত আমার বন্ধু আর রিয়াদ আমার ভাগিনা। দুজনে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়।’

এদিকে নিহত শান্তর নানি ইয়ানুর বেগম খবর পেয়ে নদীর ধারে ছুটে আসেন। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘সকালে শান্ত গরু দেখার কথা বলে বাসা থেকে বের হয়। এখানে এসে নদীতে নামার পর আর ফিরে আসেনি।’ তিনি আরো জানান, শান্ত তার মা-বাবার বিচ্ছেদের পর নানির কাছে থাকে।