ডেঙ্গু থেকে রক্ষা পেতে লম্বা জামা-মোজা পরার পরামর্শ

Looks like you've blocked notifications!
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ রোববার রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : এনটিভি

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার কামড় থেকে রক্ষা পেতে মসজিদের ইমামসহ সবাইকে লম্বা জামা, পায়জামা ও মোজা পরার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ রোববার রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত কোরবানি পশুর বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে মসজিদের খতিব-ইমামদের সঙ্গে মতবিনিময় সভা ও অ্যারোসল স্প্রে বিতরণ অনুষ্ঠানে মেয়র এই পরামর্শ দেন। এ সময় নিজ এলাকায় মসজিদে ডেঙ্গু থেকে মুক্তির জন্য দোয়া পাঠ করতেও ইমামদের প্রতি আহ্বান জানান দক্ষিণ সিটির মেয়র।

ডেঙ্গু রোগে নগরবাসী আতঙ্কিত উল্লেখ করে মেয়র বলেন, আমরা সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছি। শিগগিরই নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এ সময় কোরবানির ঈদে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি করপোরেশনের নির্দেশনা মানতে ইমামদের প্রতি আহ্বান জানান সাঈদ খোকন

মেয়র খোকন বলেন, ‘আমরা যদি একটু লম্বা স্লিপ, ফুল স্লিপ পাঞ্জাবি পরি, পায়জামা পরি, পায়জামার সাথে একটা মোজা পরি, তাহলে কিন্তু আমরা অনেকটা নিরাপদে থাকতে পারব। এই যে সামান্য সচেতনতা আমাদের কিন্তু বিপদ থেকে রক্ষা করতে পারে। আমরা সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। খুব শিগগিরই আমরা দেখতে পাব ইনশা আল্লাহ নতুন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসছে।’