ঝালকাঠিতে ২৮ জনের ডেঙ্গু শনাক্ত

Looks like you've blocked notifications!
ঝালকাঠি জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ছবি : এনটিভি

ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় এখন পর্যন্ত ২৮ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৫ জন। অন্যরা বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে রাজাপুর উপজেলায়। এ ছাড়া ঢাকা থেকে আক্রান্ত হয়ে আসা তিনজন স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছে।

চিকিৎসকরা জানান, গত এক সপ্তাহে ঝালকাঠি সদর হাসপাতালে দুজন, রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন ও নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী ভর্তি হয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের পরীক্ষার ব্যবস্থা থাকলেও উপজেলা পর্যায়ে সব ধরনের পরীক্ষার কোনো সুযোগ না থাকায় দুর্ভোগে পড়েছে ডেঙ্গুতে আক্রান্তরা।

জেলার সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পর্যাপ্ত মশারির ব্যবস্থা করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় কেউ এলে তাকে বরিশালে পাঠানো হচ্ছে।