ডেঙ্গু জ্বরে ইডেন কলেজের ছাত্রীর মৃত্যু

Looks like you've blocked notifications!

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইডেন কলেজের ছাত্রী শান্তা তানভিরের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে তিনি মারা যান।

রোববার রাতে এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন শান্তা তানভিরের প্রাইভেট শিক্ষক আব্দুল্লাহ আল মামুন প্রতীক।

আব্দুল্লাহ আল মামুন প্রতীক এনটিভি অনলাইনকে বলেন, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজে কেরানির কাজ করেন শান্তা তানভিরের বাবা। তাঁর বাড়ি গাজীপুর জেলায়। সন্ধ্যার দিকে আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম আমার শিক্ষার্থীকে নিয়ে।’

প্রতীক আরো বলেন, ‘শান্তা তানভির ইডেন কলেজের অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মেয়েটির বাবা খুব গরিব। তাই আমি নিজে মেয়েটিকে গাজীপুর পর্যন্ত নিয়ে এসেছি। এখানেই তাঁর দাফন করা হবে।’