রাজশাহীতে যুবদল নেতা মিঠুসহ গ্রেপ্তার ২৩

Looks like you've blocked notifications!

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা যুবদলের সভাপতি শাহানুর রহমান মিঠুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে নগরীর সুফিয়ানের মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ও মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, যুবদল নেতা শাহানুর রহমান মিঠুর বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সুফিয়ানের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ইফতে খায়ের আলম আরো জানান, গতকাল রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ ২১ জনকে এবং জেলা পুলিশ একজনকে আটক করেছে।