ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে কলেজছাত্র খুন

Looks like you've blocked notifications!
মঙ্গলবার ভোরে রাজশাহীর হেতেম খাঁ ও বর্ণালী মোড়ের মাঝামাঝি রাস্তা থেকে রাজশাহী সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফারদিন আশারিয়া রাব্বির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে খুন হয়েছেন রাজশাহী সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফারদিন আশারিয়া রাব্বি। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজশাহী নগরীর হেতেম খাঁ ও বর্ণালী মোড়ের মাঝামাঝি রাস্তা থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধারের সময় মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন দেখতে পায় পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, রাব্বির বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর গ্রামে। তিনি নগরীর হেতেম খাঁ এলাকার একটি ছাত্রাবাসে থাকতেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরতে মঙ্গলবার ভোরে তিনি ছাত্রাবাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে যাচ্ছিলেন। পথে তাঁকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায় হত্যাকারীরা।

ঘটনাস্থলে তাঁর ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ফোন পড়ে ছিল। এ থেকে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র জানান, মৃতদেহের পাশে পড়ে থাকা মোবাইল ফোন থেকে পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ রাব্বির বিস্তারিত পরিচয় জানতে পারে। বাড়ি যাওয়ার উদ্দেশে ভোরে ছাত্রাবাস থেকে বের হওয়ার সময় তাঁর বোনের সঙ্গে ফোনে কথাও বলেছিলেন রাব্বি।