বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফের দাবি বিএনপির

Looks like you've blocked notifications!
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : এনটিভি

বন্যার্ত এলাকার কৃষকদের ঋণ ও সুদ মওকুফ করার দাবি জানিয়েছে বিএনপি। বন্যাকবলিত জেলা সমূহের ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ মওকুফের দাবিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী কৃষক দল।

মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশের মানুষ আজ নিরাপদ নয়। নেতৃত্বেরও কোনো জবাবদিহিতা নেই। গণতন্ত্র নির্বাসিত হয়েছে অনেক আগেই। সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে  একমাত্র পথ- ঐক্যবদ্ধ সংগ্রাম।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘ভালো কাজ করতে চাইলে বেগম খালেদা জিয়ার কাছে শিক্ষা নিন। তিনি ক্ষমতায় আসার আগে কথা দিয়েছিলেন কৃষকদের সাহায্য করবেন। কৃষকদের পাশে দাঁড়াবেন। কৃষকদের ঋণ মওকুফ করবেন। তিনি তা করেছিলেন, হাজার হাজার কৃষকদের ঋণ মওকুফ করেছিলেন। বন্যার্তদের কাছে ছুটে গিয়েছিলেন। সব ধরনের সহায়তা করেছিলেন।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশকে যারা চালায়, যাদের ঘাড়ের উপরে আমরা দাঁড়িয়ে আছি, যারা উদয়াস্ত পরিশ্রম করে, মুক্তিযুদ্ধের সময় যারা সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং মুক্তিযোদ্ধাদের খাইয়েছে পরিয়েছে ও আশ্রয় দিয়েছে, এই যে ডাক্তার, জজ, প্রকৌশলী যারা বানিয়েছে তারা হলো বাংলাদেশের অসহায়, অবহেলিত, নির্যাতিত কৃষক সমাজ।’