ঈদযাত্রার মুখে তীব্র ঢেউয়ে শিমুলিয়ায় ফেরি বন্ধ

Looks like you've blocked notifications!
ঢেউ ও তীব্র স্রোতের মুখে আজ বুধবার দুপুর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি পারাপার। ফাইল ছবি

পদ্মা অববাহিকায় উত্তাল ঢেউ ও তীব্র স্রোতের মুখে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি পারাপার।

আজ বুধবার সকালে চারটি ফেরি দিয়ে পারাপার করলেও দুপুর থেকে সব ফেরি বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় শিমুলিয়া ঘাটে সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল আলিম বলেন, ‘রাত থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সকালে পদ্মা অববাহিকায় প্রচণ্ড ঢেউ ও তীব্র স্রোতের কবলে নৌপথে ফেরি পারাপার ব্যাহত হয়। দুপুর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।’