জি এম কাদেরের দাবি

বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা করতে হবে

Looks like you've blocked notifications!
বুধবার জাতীয় প্রেসক্লাবে এডিস মশা বিষয়ে দলের মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি : এনটিভি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, প্রতিটি জেলা শহরে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা করতে হবে। দেশের প্রতিটি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করতে হবে। প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের শরীরে রক্তের প্লাটিলেট দেওয়ার যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালের মতো বেসরকারি হাসপাতালেও ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টি হচ্ছে দেশের জনগণের কণ্ঠস্বর। তাই সাধারণ মানুষের ডেঙ্গু আতঙ্কে আমরা ঘরে বসে থাকতে পারি না। সারা বছর ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিতে বাধ্য করব আমরা।’

আজ বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এডিস মশা নিধনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন জি এম কাদের।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সরকারি হাসপাতালের মতই বেসরকারি হাসপাতালেও ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রতিটি বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকার চুক্তি করতে পারে। প্রতিটি ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসাবাবদ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে সরকারিভাবে সকল খরচ দিতে হবে।’

জি এম কাদের অভিযোগ করে বলেন, ‘সঠিক সময়ে এডিস মশা নির্মূলে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে দুই সিটি করপোরেশন। সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতা সৃষ্টিতেও ব্যর্থ হয়েছে তারা। তাই দেশে ডেঙ্গু পরিস্থিতি এখন ভয়াবহ রূপ নিয়েছে। মশা নিধনে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা অকার্যকর প্রমাণিত হয়েছে।’

জাপা চেয়ারম্যান আরো বলেন, ‘প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ, প্রতিদিন মারাও যাচ্ছে আক্রান্তরা। তাই মানুষ এখন মশা দেখলেই আতঙ্কিত হয়ে পড়ে। পরিবারের কাউকে মশায় কামড়ালে আতঙ্কিত হয়ে পড়ে পুরো পরিবার। এখনই কার্যকর উদ্যোগ নিতে না পারলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’

জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে জি এম কাদের বলেন, ‘প্রতিটি দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকতে হবে। এ ছাড়া প্রয়োজনে ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্ত দিয়ে সহায়তা করতে হবে।’