পরিবর্তনের সুযোগ এসেছে : এরশাদ

Looks like you've blocked notifications!
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ শনিবার দুপুরে চট্টগ্রামের মুরাদপুরে সংগঠনের মহানগর কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন। ছবি : এনটিভি

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, পরিবর্তনের সুযোগ এসেছে। এটা কাজে লাগাতে পারলে জাতীয় পার্টিই (জাপা) ক্ষমতায় যাবে। এ জন্য নেতা-কর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের মুরাদপুরে দলের মহানগর কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে সাবেক সেনাপ্রধান এইচ এম এরশাদ এ আহ্বান জানান। মেহজাবীন মোর্শেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন দলের মহাসচিব ও সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। 

সভায় এরশাদ বলেন, ‘সময় এসেছে। এ সুযোগ হারানো যাবে না। মানুষ পরিবর্তন চায়। প্রত্যেকটা মানুষের মুখে একটাই কথা। আমরা এই দুই দলকে চাই না, আমরা জাতীয় পার্টিকে চাই। আগামী নির্বাচনে যদি সঠিক নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হয় ভোটে জিতে আমরা ক্ষমতায় আসব।’

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘দেশে আগে কখনো এমন পরিস্থিতি ছিল না। মানুষের স্বার্থে নয়, তারা ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে রাজনীতি করছে।’ 

দুজন মানুষের মৃত্যুর কারণে নব্বইয়ের দশকে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন উল্লেখ করে সাবেক এই সামরিক শাসক বলেন, ‘এখন কত মানুষ মরছে, অথচ কেউ কথা বলছে না।’