সিরাজগঞ্জে ডেঙ্গুর কবলে আরো ২৬ জন

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে গতকাল বৃহস্পতিবার ২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ছবি : এনটিভি

সিরাজগঞ্জে কমছে না ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার নতুন করে আরো ২৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত ১৬ দিনে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২০৪ জনে। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ৬০ জন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মির্জা মো. হুমায়ুন কবীর জানান, নতুন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গতকাল বৃহস্পতিবার হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। নতুন করে আরো ২৬ জন রোগী শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব হাসপাতালে মোট চিকিৎসাধীন ৬০ জন। বাকিরা চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, ডেঙ্গু সচেতনতায় প্রশাসন কাজ করে যাচ্ছে। সভা, সমাবেশ ও র‌্যালির পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদের ক্লাসে ক্লাসে গিয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হচ্ছে, যাতে করে শিক্ষার্থীরা ডেঙ্গু সম্পর্কে সচেতন থাকতে পারে।