‘এদেরকে আমাদের ধ্বংস করতেই হবে’

Looks like you've blocked notifications!
‘বর্বরোচিত তাণ্ডবের তথ্যচিত্র’ প্রদর্শনীর উদ্বোধন শেষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। আজ শনিবার সকালে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ছবি : এনটিভি

পাকিস্তানপন্থীদের নিশ্চিহ্ন করতে না পারলে বাংলাদেশ সংকটের মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেছেন, ‘বাংলাদেশে হয় তাঁরা থাকবে অথবা আমরা থাকব।’

আজ শনিবার সকালে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘বর্বরোচিত তাণ্ডবের তথ্যচিত্র প্রদর্শনী’ উদ্বোধন শেষে আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন এইচ টি ইমাম। তিনি বলেন, ‘পাকিস্তানপন্থীদের যতদিন পর্যন্ত আমরা নিশ্চিহ্ন না করতে পারব, ততদিন পর্যন্ত বাংলাদেশের অস্তিত্ব সব সময়ই একটা ভীতির মধ্যে থাকবে, একটি সংকটের মধ্যে থাকবে। আজকে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। বাংলাদেশের অস্তিত্ব যদি রক্ষা করতে হয়, এদেরকে আমাদের ধ্বংস করতেই হবে। রাজনৈতিকভাবে, অন্যান্যভাবেও। ওরা যে অস্ত্র চেনে, ওরা যে অস্ত্র বোঝে সেই অস্ত্রেই তাদের ঘায়েল করতে হবে। এ ছাড়া অন্য কোনো পথ নেই।’

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বেগম খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের নেতারা মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত করছেন। যুদ্ধের সময়ও যে নিয়মকানুন মানা হয়, সেই নিয়ম তারা মানছেন না। সাধারণ জনগণের ওপর আক্রমণ পরিচালনা করছেন। সুতরাং তাদের এই মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য বাংলাদেশের আইনে তো বটেই, আন্তর্জাতিক আইনেও ইনশা-আল্লাহ অবশ্যই একদিন বিচার হবে। বেগম খালেদা জিয়াকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।