কেউ দেখেনি মাহেন্দ্রটি কীভাবে উল্টাল, ২ লাশ উদ্ধার

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জ সদর থানা। ফাইল ছবি

গোপালগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্থানীয় পরিবহন মাহেন্দ্রর চালকসহ দুজন নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার সোনাকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের নরিমন মুন্সির ছেলে মাহেন্দ্রর চালক শহিদুল মুন্সি (৩৫) ও একই গ্রামের দেলোয়ার হোসেন দিলু মুন্সির ছেলে বাবু মুন্সি (৩০)।

সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা কেউ দেখেননি। তবে মাহেন্দ্রটি সড়কের ওপর দুমড়েমুচড়ে পড়ে ছিল। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও থানায় খবর দেন। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে শহিদুল মুন্সির লাশ উদ্ধার করে। বাবু মুন্সিকে আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে তাঁদের লাশ হস্তান্তর করা হয় বলে জানান ওসি।

স্থানীয়রা জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে শহিদুল মুন্সি মাহেন্দ্র চালিয়ে ভাটিয়াপাড়ার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।