বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে উত্তরবঙ্গমুখী লেনে থেমে থেমে চলছে যানবাহন। ঢাকামুখী লেন ফাঁকা। ছবি : এনটিভি

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে উত্তরবঙ্গমুখী লেনে থেমে থেমে চলছে যানবাহন। আজ শনিবার দুপুর ১২টার পর থেকে এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার ঈদে বাড়িফেরা মানুষ।

বঙ্গবন্ধু সেতুর পর থেকে হাটিকুমরুল পর্যন্ত ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে। তবে ঢাকামুখী লেনে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী গাড়িগুলোর অতিরিক্ত চাপে ঢাকা-বগুড়া, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুণ হয়েছে। ফলে ধীরগতিতে চলছে সব যানবাহন।

যানজট নিরসনে পুলিশ সদস্যদের পাশাপাশি র্যালব ও আনসার সদস্যরা প্রতিটি স্থানে তৎপর রয়েছে। এসব এলাকায় ৭৮৯ জন পুলিশ সদস্য ৩১টি স্থানে কাজ করছে।

বঙ্গবন্ধু সেতুর সহকারী প্রকৌশলী পাভেল জানান, প্রতিদিন বঙ্গবন্ধু সেতু দিয়ে ১৬ থেকে ১৭ হাজার যানবাহন চলাচল করে। কিন্তু ঈদের সময় যানবাহন চলাচল দ্বিগুণ হয়েছে। গতকাল শুক্রবার এই সেতু দিয়ে ৩৬ হাজার ৩৩৭টি যানবাহন চলাচল করেছে। এ কারণে মহাসড়কে চাপটা বেশি। আর যানবাহন চলাচলেও ধীর গতি দেখা যাচ্ছে।