রাবেয়া-রোকেয়াকে দেখতে সিএমএইচ গেলেন প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
জোড়া লাগা যমজ শিশু রাবেয়া ও রোকেয়াকে দেখতে আজ রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : আইএসপিআর

জোড়া লাগা যমজ শিশু রাবেয়া ও রোকেয়াকে দেখতে আজ রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী আজ দুপুরে সিএমএইচে যমজ শিশু দুটিকে দেখতে যান এবং চিকিৎসকদের কাছে তাদের সম্পর্কে খোঁজখবর নেন।’

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদসহ অন্যান্য সিনিয়র সামরিক ও বেসামরিক কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

গত ২ আগস্ট সিএমএইচে ৩৩ ঘণ্টাব্যাপী সফল অস্ত্রোপচার শেষে এ দুই শিশুকে আলাদা করেন চিকিৎসকরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাঙ্গেরি সরকারের সংস্থা ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের সহায়তায় এ অস্ত্রোপচার চালানো হয়।

এর আগে শিশু দুটিকে হাঙ্গেরি পাঠানো হয়েছিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে-বিদেশে তাদের চিকিৎসার পুরো খরচ দেন।

মাথায় জোড়া নিয়ে জন্ম নেওয়া সাড়ে তিন বছর বয়সী রাবেয়া ও রোকেয়াকে ভ্রণ সংক্রান্ত বিরল রোগে আক্রান্ত। তাদের বাড়ি পাবনার চাটমোহর উপজেলায়।

পরে প্রধানমন্ত্রী সিএমএইচে তাঁর অসুস্থ সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনকে দেখতে যান এবং সেখানে কিছু সময় কাটান।

এর আগে, শেখ হাসিনা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নাওয়াজকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।