Beta

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায়

১২ আগস্ট ২০১৯, ১২:৩৪

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার সকালে জাতীয় ঈদগাহে সর্বস্তরের মানুষের সঙ্গে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। রাজধানীর হাইকোর্টসংলগ্ন এ ঈদগাহ ময়দানে সকাল ৮টা ১০ মিনিটে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, বঙ্গভবন সংশ্লিষ্ট সিনিয়র সচিববৃন্দ, ঊর্ধ্বতন রাজনীতিবিদ, বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও এই ঈদ জামাতে যোগ দেন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি আবদুল হামিদকে স্বাগত জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান ঈদ জামাতে ইমামতি করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের পাশাপাশি মুসল্লিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ধরা হয়।

মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শহীদ তাঁর পরিবারের অন্যান্য সদস্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সব শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

ঈদের নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঈদ জামাতে আসা মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

Advertisement