বিকেলে কিনতে গেলেন জুতা, ঈদের সকালে মিলল লাশ

Looks like you've blocked notifications!

বগুড়া সদরে ঈদের আগের দিন বিকেলে জুতা কিনতে গিয়ে সকালে লাশ হয়ে ফিরেছেন এক কলেজছাত্র। ঈদুল আজহার  দিন সোমবার সকালে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সাব্বির রহমান শাওন (১৮) সদর উপজেলার ঠনঠনিয়া সুফি পাড়ার হাবিবুর রহমানের ছেলে। তিনি বগুড়া সরকারি শাহসুলতান কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাস করেন।

পরিবারের দাবি, কেউ শাওনকে হত্যা করে লাশ ফেলে গেছে।

নিহতের বাবা হাবিবুর রহমান জানান, রোববার বিকেলে জুতা কেনার কথা বলে বাইরে যান শাওন। রাত ১০টার দিকে তার ফোন বন্ধ পাওয়া গেলে বন্ধু মিঠুর ফোনে কল করা হয়। তখন শাওন জানান, ১০ মিনিটের মধ্যে তিনি বাসায় আসছেন। কিন্তু রাত ১টায় আবার মিঠুকে ফোন দিলে তিনি জানান, শাওন তাঁর সঙ্গে নেই। এরপর আর তাঁর সন্ধান পাওয়া যায়নি।

সোমবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) মর্গে শাওনের লাশ শনাক্ত করে ছোট ভাই সাকিবুর রহমান।

নিহতের চাচা আল আমিন জানান, রাত ১২টার দিকে তিনি শাওনকে বন্ধু মিঠু ও মুন্নার সঙ্গে মোটরসাইকেলে দেখেছেন।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শান্ত বলেন, সকাল ৬টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে পাঠাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।