সার্জেন্ট রমজান হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রমজান আলীর খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার উপজেলার বড় ইছাপুর এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালনকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গত ২৩ আগস্ট বড় ইছাপুর গ্রামের বাসিন্দা সার্জেন্ট রমজান আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় রমজান আলীকে খুন করা হয়। এ ঘটনায় কালিহাতী থানায় মামলা করা হয়। পুলিশ খুনের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। এ মামলায় আরো তিন আসামি পলাতক রয়েছে।