শেখ হাসিনাকে ফোন করে ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘লোটে শেরিং আজ সকাল ১১টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাঁকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।’
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষ থেকে ভুটানের রাজা, প্রধানমন্ত্রী ও দেশটির জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান ইহসানুল করিম।
প্রায় ১০ মিনিটের কথোপকথনে দুই দেশের প্রধানমন্ত্রী দেশ দুটির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।