চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে নিহত গরু ব্যবসায়ী আবদুল্লাহর মরদেহ। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ী মো. আবদুল্লাহকে (৩৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারত থেকে গরু আনার সময় বিএসএফ সদস্যরা তাঁকে পিটিয়ে হত্যা করে বলে প্রতিবেশীরা অভিযোগ করেছে।

বিজিবির ৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সরোয়ার পিটিয়ে হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা আবদুল্লাহকে হত্যা করেছে, সে বিষয়টি তদন্তের পর জানানো যাবে।

স্থানীয়রা জানান, আবদুল্লাহ একজন গরু ব্যবসায়ী ছিলেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সীমান্ত পথে গরু আনতে ভারতের উদ্দেশে রওনা দেন তিনি। আজ সকালে মাঠে কাজ করতে গিয়ে আবদুল্লাহর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে স্বজনরা তাঁর লাশ ‍বাড়িতে নিয়ে যান।

খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।