চট্টগ্রামে আগুনে পুড়ল গ্যারেজ, ঘর

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের ডবলমুরিং থানার হাজিপাড়া সুন্নিয়া মসজিদ এলাকায় আজ শনিবার ভোরে অগ্নিকাণ্ডে কলোনির ৩০টি ঘরসহ একটি অটোরিকশার গ্যারেজ পুড়ে গেছে। ছবি : এনটিভি

চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় অগ্নিকাণ্ডে কলোনির ৩০টি ঘরসহ একটি অটোরিকশার গ্যারেজ পুড়ে গেছে। আজ শনিবার ভোরে হাজিপাড়া সুন্নিয়া মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে প্রথমে ইঞ্জিনচালিত রিকশার গ্যারেজে আগুন লাগে। পরে তা পাশের জহুর কলোনিতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদের একটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত সেলিম উদ্দিন দাবি করেন, গ্যারেজে রাখা ৪৫টি ইঞ্জিনচালিত রিকশা এবং কলোনির ৩০টি কাঁচাঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিষু দাশ এনটিভি অনলাইনকে জানান, রিকশার গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।