ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শুরু
ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে মনোমুগ্ধকর অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ।
জেলা প্রশাসক ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজাদ সাল্লাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ।
টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় আখাউড়া উপজেলা দলকে ৫-০ গোলে পরাজিত করে সদর উপজেলা দল।
খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। এর আগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন।