ডেঙ্গু প্রতিরোধে ঢাকায় এসে ডেঙ্গুতেই মৃত্যু স্বাস্থ্যকর্মীর

Looks like you've blocked notifications!
স্বাস্থ্যকর্মী তপন কুমার মন্ডল। ছবি : সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মাদারীপুরের স্বাস্থ্যকর্মী তপন কুমার মন্ডলের মৃত্যু হয়েছে। গত শনিবার ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর গতকাল বুধবার তাঁকে ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

তপন কুমার মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

১৬ দিন আগে স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে অংশ নেন তপন কুমার। সেখানে কর্তব্যরত অবস্থায় ১১ আগস্ট তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। ঈদের ছুটিতে বাড়িতে এলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় তপনকে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তিনি মারা যান।

দীর্ঘদিন ধরে নিজ এলাকা চরমুগরিয়া এওজ বাজারে একটি ওষুধের দোকানও চালাতেন তপন।