যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত আছে আ.লীগ

Looks like you've blocked notifications!
মানিক মিয়া এভিনিউর সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। ছবি : এনটিভি

দেশজুড়ে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলা বিএনপি-জামায়াতের নীল নকশার ফল ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় উল্লেখ করে হানিফ বলেন, ‘যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।’

আজ শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সামনে সিরিজ বোমা হামলা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। হানিফ বলেন, ‘১৭ আগস্টের সিরিজ বোমা হামলা, চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র ও ২১ আগস্টের বোমা হামলা সবই একই সূত্রে গাঁথা এবং প্রতিটি ঘটনা বিএনপি জামায়াতের  প্রত্যক্ষ ইন্ধনে সংঘটিত হয়েছে।’

হানিফ বলেন, ‘১৭ আগস্ট সিরিজ বোমা হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। ১৭ আগস্ট, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা, চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র এসবই ছিল একইসূত্রে গাঁথা। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে তাদের দুষ্কর্মের খতিয়ান।’

আইনি প্রক্রিয়া ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় উল্লেখ করে হানিফ বলেন, ‘যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায়  প্রস্তুত আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।’

হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আইনি প্রক্রিয়া ছাড়া কোনো পথ খোলা নেই। মির্জা ফখরুল সাহেবরা আজ সে পথে না গিয়ে ষড়যন্ত্রের পথ খুঁজছেন। পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ এই দেশে আর সন্ত্রাস, অরাজকতা দেখকে চায় না।’