মাগুরায় ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

Looks like you've blocked notifications!
মাগুরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় সুমন নামের এক কলেজছাত্র। ছবি : এনটিভি

মাগুরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুমন মোল্লা (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সদর উপজেলা ধলহরা চাঁদপুর গ্রামের মিজানুর রহমান মোল্লার ছেলে সুমন স্থানীয় শত্রুজিৎপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, নিজ বাড়িতে জ্বরে আক্রান্ত হয় সুমন। এরপর গত ৮ আগস্ট রক্ত পরীক্ষায় সুমনের শরীরে ডেঙ্গুর ভাইরাস ধরা পড়ে। ওই দিনই তাঁকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চার দিন পর তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। অবশেষে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. স্বপন কুমার কুণ্ডু জানান, গত ৮ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে মাগুরা হাসপাতালে ভর্তি হয় সুমন মোল্লা। অবস্থার অবনতি হওয়ায় ১২ আগস্ট ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছিল।

সুমনসহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মাগুরায় তিনজনের মৃত্যুর ঘটনা ঘটল। মাগুরা সদরের পুটিয়া গ্রাম থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জয়া সাহা গত ৪ আগস্ট ঢাকার অ্যাপোলো হাসপাতালে ও  ১৫ আগস্ট শরীফ জয়নাল আবেদিন  সদরের নরসিংহাটি গ্রামের নিজ বাড়িতে মারা যান।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত মাগুরা ২৫০ শয্যা ও মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে অধিকাংশ চিকিৎসা নিয়ে সুস্থ  হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে এ দুটি হাসপাতালে ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে।