আগামীতে দেশে পথশিশু থাকবে না : মন্ত্রী

Looks like you've blocked notifications!
গতকাল শনিবার রাতে ফরিদপুরের টেপাখোলা এলাকায় শান্তি নিবাস ও সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে মতবিনিময় সভায় বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ছবি : এনটিভি

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের পাশাপাশি শিশুদের উন্নয়নে যে কাজ হচ্ছে, তাতে আগামীতে এ দেশে আর পথশিশু থাকবে না বলে উল্লেখ করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, তা অকল্পনীয়।’

গতকাল শনিবার রাত ৯টায় ফরিদপুরের টেপাখোলা এলাকায় শান্তি নিবাস ও সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নুরুজ্জামান আহমেদ।

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধু এ দেশকে স্বাধীন করে বাঙালি জাতির মর্যাদা সমুন্নত রেখেছেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গঠনের কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছেন।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার (এসপি) মো. আলীমুজ্জামান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ অনেকেই অংশ নেয়।

এর আগে মন্ত্রী শান্তি নিবাসের প্রবীণ ও সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে সময় কাটান।